৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৮:০০ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় মাদক কারবারিদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ২৯, ২০২৫ ১২:১৭ পূর্বাহ্ণ

মুঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক কারবারি, জুয়া, গরু চুরি ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসি।

বৃহস্পতিবার (২২নভেম্বর) দুপুরে নিজ এলাকায় উপজেলার চরফরাদী ইউনিয়নের চরআলগী গ্রামবাসীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এলাকার শতাধীক নারী-পুরুষ এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বিক্ষোভকারীরা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী জালু মিয়ার ছেলে এনামুল, হযরত আলীর ছেলে রমিজ, লোকমান মিয়ার ছেলে কাশেম, জালু মিয়ার ছেলে ইপেল, এনামুলের ছেলে মোস্তাকিম এবং রিপনসহ আরো অনেকেই এলাকায় মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মাদক ব্যবসা করে তারা এলাকার যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তারা এলাকায় ছিনতাই, ডাকাতি, ইভটিজিং, মোটর সাইকেল চুরি, গরু চুরি ও জুয়াসহ নানা অপরাধমূলক কর্মকান্ড করে যাচ্ছে। তাদের এসব কর্মকান্ডে প্রতিবাদ করলে মারধরসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রতিবাদকারীদের।

তারা আরো অভিযোগ করেন তাদের এসব কর্মকান্ডে অতিষ্ট হয়ে গত ৬ নভেম্বর এলাকাবাসি পশ্চিমপাড়া মসজিদের সামনে মাদক কারবারিদের বিরুদ্ধে একটি মিটিং করছিল। খবর পেয়ে মাদক কারবারি এনামুল, রমিজ কাশেম, ইপেল, মোস্তাকিম ও রিপনের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে এলাকাবাসির ওপর হামলা চালায়। এতে খুরশিদ উদ্দীনের ছেলে স্বপন মিয়াসহ কয়েকজন গুরুতর আহত হয়। পরে ওইদিন রাতে স্বপনের ভাই সুজন বাদী হয়ে হামলায় জড়িত ৮জনের নাম উল্লেখ করে পাকুন্দিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে একই দিনই সন্ত্রাসী এনামুলের ভাই রুবেল বাদী হয়ে উল্টো এলাকার ১২জনের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। দুঃখের বিষয় তাদের অভিযোগটি থানায় এফআইআর করা হয়েছে। কিন্তু স্বপনের ভাই সুজনের অভিযোগটি থানায় এফআইআর করা হয়নি। আমরা তাদের দায়ের করা মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি মজনু মিয়া, পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি রহিম উদ্দীন, একই মসজিদের ইমাম আলামিন মুন্সি, সাবেক শিক্ষক নুরুল ইসলাম, সমাজসেবক জুয়েল রানা, কৃষক আবুল হোসেন, সবুজ মিয়া, শিক্ষার্থী ফারজিয়া ও লিজামনি।

এব্যাপারে পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন বলেন, চরআলগী গ্রামের সচেতন মহল মাদক কারবারি ও জুয়াড়িদের বিরুদ্ধে যে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আমি তাদের এই মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই। আমরা আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাদক, জুয়া ও গরু চুরি রোধের জন্য আমাদের পক্ষ থেকে আরো জোড়ালো পদক্ষেপ গ্রহণ করা হবে। এলাকার জনগণকে আমরা সার্বিকভাবে এ বিষয়ে সহযোগীতা করব।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে ওএমএসের স্বল্প মূল্যে চাল বিক্রয় উদ্বোধন

তাড়াইলের বাজার শীতের সবজিতে ভরপুর স্বল্প আয়ের মানুষের স্বস্তি

কয়েক কোটি টাকার কৃষি যন্ত্রপাতি পেল কুলিয়ারচরের কৃষক-কৃষাণি

বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা কর্মীদের কর্মবিরতি

কমলনগর চর লরেঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন মাস্টার আর বেঁচে নেই

রামগতির সড়ক দূর্ঘটনায় আহত শ্রমিকের মৃত্যু

রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ২ জেলের মৃত্যু

রামগতিতে বর্ণাঢ্য কর্মসূচীতে মহান বিজয় দিবস পালিত

কুলিয়ারচরে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হলেন জসীম উদ্দিন লিটন

রামগঞ্জে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন বিবি হালিমা