মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডা. সুলতানুল আলম স্মৃতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ আগষ্ট) বিকেলে উপজেলার হোসেন্দী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। তৃতীয় রাউন্ডের এ খেলায় অংশগ্রহণ করে হোসেনপুর ফুটবল একাডেমী বনাম মির্জাপুর ফুটবল স্পোটিং ক্লাব। এতে হোসেনপুর ফুটবল একাডেমী এক গোলে বিজয়ী হয়ে সেমিফাইনালে উঠে। খেলা উপভোগ করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।
হোসেন্দী বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মো. মইন উদ্দিনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আহমেদ ফাকরু খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি আ. হাকিম, হোসেন্দী ইউপি সদস্য মফিজুল হক মেনু।



















