মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: জাতীয় সমাজ তান্ত্রিক দল-জেএসডি’র সহসভাপতি লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জোটের প্রার্থী মিসেস তানিয়া রব বলেছেন, ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতা জীবন দিয়ে অপশক্তির হাত থেকে এ দেশকে রক্ষা করেছে। তারপর থেকে আমরা কি দেখছি। প্রতিটি ঘাটে চাঁদাবাজি হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম চলছে। এ ভাবেতো চলতে দেয়া যায়না। আমি আপনাদের ওয়াদা দিয়ে যাচ্ছি রামগতি ও কমলনগরে কোন চাঁদাবাজ এবং সন্ত্রাসের জায়গা হবে না। এ অঞ্চল হবে চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত। রোববার দুপুরে কমলনগর উপজেলার মতিরহাট কোডেক কলোনিতে মহিলা সমাবেশে তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ১৫ বছর ক্ষমতায় থেকে উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুট পাট করেছে। কিন্তু এ অঞ্চলে দৃশ্যমান কোন উন্নয়ন দেখাতে পারেনি। আমরা এ দেশের জীবন যাত্রার মানোন্নয়নে টেকসই উন্নয়ন চাই। আপনাদের নেতা আ স ম আবদুর রব ৪০ বছর আগে নদী ভাঙনের হাত রক্ষার জন্য মতিরহাট বাজারে পরীক্ষামূলক ব্লক বাঁধ দিয়েছে; তা আজো দৃশ্যমান। এর পরে বিগত সরকারগুলো উন্নয়নের নামে পুকুর চুরি করেছে। মানুষের পকেট কেটে উন্নয়নের নামে লুটপাট হবে তা আর হতে দেয়া যাবে না।
মিসেস রব বলেন, আপনাদের নেতা আ স ম রব সাহেব অসুস্থ। তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে আমি এসেছি। আপনারা রব সাহেবের হাতকে শক্তিশালী করতে আমাকে তারা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। বিগত দিনে আপনারা টাকা ছাড়া সরকারের কোন সেবা পাননি। আমি কথা দিয়ে যাচ্ছি মা বোনদের জন্য সরকারের কোন সেবা পেতে টাকা দিতে হবে না। আপনাদের ন্যায্য দাবি আদায় আমি সব সময় কাজ করে যাবো ইনশাআল্লাহ।
উপজেলা জেএসডি’র সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন, রব পুত্র রাহিম রব, জেএসডি কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ফারজানা জামান দিবা, লক্ষ্মীপুর জেলা জেএসডি’র সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাবুল, উপজেলা জেএসডি’র সহ-সভাপতি খোরশেদ আলম মেম্বার, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার, যুব পরিষদের আহবায়ক মাহমুদুর রহমান বেলাল, যুগ্ম আহবায়ক শিব্বির মাহমুদ দেওয়ান ও আবুল বাছেত খোকনসহ প্রমূখ।


















