মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: সমস্ত ক্লাস রুমগুলোর দরজা জানালা বন্ধ। শিক্ষকরা ক্লাস নিচ্ছেন দরজা জানালা বন্ধ করে অন্ধকার কক্ষে। স্কুল গেইটে এবং ক্যাম্পাসে সারি সারি অবৈধ বলি ট্রাক্টর। মসজিদে নেই কোন মুসল্লি। সমস্ত মেঝেতে বালুর স্তুপ। বিদ্যালয় ও মসজিদের চারপাশে নদী থেকে বালু আনলোডের পাইপ লাইন। নেই কোন ধরনের লেখাপড়া করার পরিবেশ।
অবৈধ বালু ব্যবসায়ীদের দাপটে বন্ধ হবার উপক্রম ১টি প্রাথমিক ও ১টি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি মসজিদ, আলেকজান্ডার ইউনিয়ন ডাকঘর। অবৈধ বালু বলি ট্রাকে পরিবহনের কারণে পুরো উপজেলায় ছড়িয়ে পড়ছে বালু। এছাড়া এলাকার বসবাসকারী লোকদের বালুর কারণে দেখা দিয়েছে এলার্জি, শ্বাসকষ্ট, চর্মরোগ, পানিবাহিত রোগ সহ নানান অসুখ বিসুখ।
লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড পাটওয়ারীগ তেমুহনী এলাকা। এখানে গড়ে উঠেছে এ অবৈধ ১১টি বালু মহাল। যাদের নেই কোন বৈধ অনুমোদন ও লাইসেন্স। জোরপূর্বক দখল করেছেন মানুষের জমিজমা। নদীবাঁধ, ডাম্পিং করা জিও ব্যাগের সুরক্ষা, পরিবেশ প্রতিবেশ আর মানুষের কথা বিবেচনা না করে অদৃশ্য ক্ষমতার জোরে চালাচ্ছেন এ সমস্ত অবৈধ বালু মহাল। সম্প্রতি অবৈধ বালু মহাল বন্ধ করার দাবীতে বিভিন্ন দপ্তরে আবেদন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী, ধর্মপ্রাণ মুসল্লিগণ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
স্থানীয় এলাকাবাসী ছেমনা খাতুন, জাফর, আবদুর রব সহ অনেকে জানান, উপজেলা হাসপাতাল থেকে চর আলগী ইউনিয়নের রামদয়াল বাজার পর্যন্ত এলাকা অবৈধ বালু ব্যবসায়ীর দখলে। তাদের বালুর কারণে ঘরে বসবাস, রান্নাবান্না, ঘরের বাইরে শিশুদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। বসত ঘরে এক ইঞ্চি পরিমাণ বালু জমে থাকে। শিশু বৃদ্ধদের দেখা দিয়েছে এলার্জি, চুলকানি সহ নানান ধরেনের রোগ। বালুর জন্য থাকা-খাওয়া, ঘুমানো, শিক্ষা নেয়া কিংবা এবাদত বন্দেগী করা ভীষণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বালুর কারণে আমরা ঘর থেকে বের হতে পারি না। আমরা অবিলম্বে অবৈধ বালু মহাল বন্ধের দাবী জানাই। এরা নদীর তীওে ড্রেজার দিয়ে বালু আনলোড করায় নদীর তীরে বিশাল ভাঙ্গণের সৃষ্টি হয় এবং জিও ব্যাগ নষ্ট করে ফেলছে যার ফলে তারা নদীবাঁধকে ফেলছে চরম ঝুকিতে।
মসজিদের ঈমাম আলমগীর জানান, বালুর কারণে হাইস্কুলের মসজিদটিতে এখন কেউ নামাজ পড়তে আসেনা ফলে মসজিদটি বন্ধ হবার উপক্রম হয়েছে।
এ বিষয়ে সেবাগ্রাম ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বলেন, চারপাশে বালুর কারণে আমরা দরজা জানালা বন্ধ করে দম বন্ধ পরিবেশে ক্লাস নিতে হচ্ছে। অবৈধ বালু ব্যবসায়ীদের দাপটে আমাদের সামগ্রিক জীবন ওষ্ঠাগত। বিষয়টি প্রতিকারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
বালু ব্যবসায়ী এরশাদ জানান, আমরা বৈধ কাগজপত্র ও লাইসেন্স নিয়ে ব্যবসা করছি। কিছু অবৈধ ব্যবসায়ী থাকতে পারে। পরিবেশের ক্ষতি হচ্ছে তবে আমরা সামগ্রিক পরিবেশ সুরক্ষা করে বালুর ব্যবসা করার পদক্ষেপ নিচ্ছি।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন বলেন, অবৈধ বালুমহাল বন্ধে বেশ কয়েক দফা ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে। পরিবেশ প্রতিবেশ ও নদী এবং নদীবাঁধ-জিওব্যাগ ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।