মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন রামগতি আর্মি ক্যাম্প দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, রামগতি থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন, আ স ম আবদুর রব সরকারী কলেজের প্রভাষক, উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ ওমর ফারুক, উপজেলা প্রকৌশলী ¯েœহাল রায়, সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন, আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মকর্তা, নৌ-পুলিশ কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী তানভিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যানগণ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভার সভাপতি সভায় উপস্থিত সকলের উপজেলার আইন-শৃংখলার আরো উন্নয়নে সকল অংশীজনের আরো নিবিড় সহযোগীতা প্রত্যাশা করেন এবং প্রত্যেকের স্ব-স্ব দায়িত্ব কর্তব্য পালনের আহ্বান জানানো হয়।


















