মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ,পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও উপজেলা হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের অংশগ্রহণে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ,পরিদর্শন ও মূল্যায়ন (DMIE) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন। তিনি বলেন “গ্রাম আদালতের কার্যক্রমের সফল বাস্তবায়নে সঠিক ও সময় মতো রিপোর্ট প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিপোর্ট শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও অগ্রগতি মূল্যায়নের অন্যতম মাধ্যম। তিনি গ্রাম আদালত বিষয়ে গুরুত্ব দিয়ে গ্রাম আদালতের মামলা গ্রহণ, নিষ্পত্তি ও (ডিএমএসআইই) পদ্ধতি সঠিকভাবে ব্যবহার করার বিষয়ে গুরুত্তারুপ করেন। এছাড়াও তিনি গ্রাম আদালতের কার্যক্রমকে সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে আখ্যায়িত করেন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।


















