মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এসওডি এর আলোকে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক ও উপ-সচিব-(১) মোহাম্মদ কামাল হোসেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আবুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) জন্টু বিকাশ চাকমা, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা তানজিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ ওমর ফারুক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দিদার হোসেন, কৃষি কর্মকর্তা, আলেকজান্ডার ইউপি চেয়ারম্যান শামীম আব্বাস সুমন, চর বাদাম ইউপি চেয়ারম্যান তুহিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা, সিপিপি উপজেলা টিম লিডার মাইন উদ্দিন খোকন, পরিসংখ্যান কর্মকর্তা ইত্তেহাদুল ইসলাম, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক সহ কমিটির সদস্যবৃন্দ।
প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন।