১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১২:৪৫ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতিতে রোড প্রোটেকটিভ বার পোষ্ট স্থাপন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৮:৩৭ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির বিভিন্ন ইউনিয়নে রাস্তায় অতিরিক্ত মালবাহী ভারী যানবাহন চলাচল প্রতিরোধক রোড প্রোটেকটিভ বারপোষ্ট স্থাপন করা হয়েছে।

গ্রামীণ সড়ক সুরক্ষায় রোড প্রোটেকটিভ বারপোষ্ট স্থাপনকে সাধুবাদ জানিয়েছে সাধারন জনগণ।

জানা যায় সড়ক আইন অমান্য করে গ্রামীণ সড়কে ওভার লোডিং মালবাহী গাড়ী চলাচলের কারণে গ্রামীণ সড়কের মারাত্নক ক্ষতি সাধিত হয়। রাস্তাগুলো মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এছাড়া ব্রীকফিল্ডের ইট বহনকারী মালবাহী ট্রাক্টরগুলোর কারণে গ্রামীণ সড়কগুলোর ক্ষতিগ্রস্ত হয়। সম্প্রতি এলজিইডির তত্ত্বাবধানে চর রমিজ ইউনিয়নের একটি সড়ক প্রায় সোয়া কোটি টাকা ব্যায়ে পাকা করা হয়। পাকা করার পরদিন ব্রীকফিল্ডের ইটবাহী ট্রাক্টরের কারণে রাস্তার উপরের অংশ উঠে যায়। এ ইউনিয়নেই রয়েছে প্রায় ২৩টি অবৈধ ব্রিকফিল্ড। এ ইউনিয়নের প্রতিটি রাস্তা নষ্ট করে মানুষ চলাচলের অনুপযোগী করে ফেলে ব্রীকফিল্ডের ইটবাহী গাড়ী সমূহ।

গ্রামীণ সড়ক সুরক্ষায় উপজেলা পরিষদ ও প্রশাসন অতিরিক্ত মালবাহী ভারী যানবাহন চলাচল প্রতিরোধে বিভিন্ন সড়কে বারপোষ্ট স্থাপন করা হয়েছে।
ভূক্তভোগীরা জানায়, একটি ট্রাক প্রায় ২৫/৩০ টন ইট বহন করে। আর বলি ট্রাক্টরগুলো মাটি ইট বহন করে রাস্তা নির্মাণ করার পরই তারা শেষ করে দেয়। তাই সময়োচিত পদক্ষেপ রোড প্রোটেকটিভ বার স্থাপনকে আমরা সাধুবাদ জানাই।

এবিষয়ে উপজেলা প্রকৌশলী মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, টেকসই উন্নয়নের জন্য আইন মেনে চলা অত্যন্ত জরুরী। গ্রামীণ সড়ক সুরক্ষায় এ অতিরিক্ত মালবাহী ভারী যানবাহন চলাচল প্রতিরোধক রোড প্রোটেকটিভ বারপোষ্ট স্থাপন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী বলেন সড়ক সুরক্ষার জন্য অতিরিক্ত মালবাহী ভারী যানবাহন চলাচল প্রতিরোধক রোড প্রোটেকটিভ বার পোষ্ট দেয়া হয়েছে।

উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল বলেন, আইন না মানার প্রবণতাই আমাদের কোটি কোটি টাকায় নির্মিত সড়ক এক বছরেই শেষ। উন্নয়নের সাথে ভাল সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পর্কিত।

সর্বশেষ - কমলনগর উপজেলা