৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৯:১৩ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতির চর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ১৭, ২০২২ ১১:৩৫ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির চর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মে) সকালে চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ইউনিয়ন আ’লীগ সভাপতি মো. মনির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. মিজানুর রহিম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন লিটন চৌধুরী, রামগতি পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, চর আবদুল্যাহ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মঞ্জুর, উপজেলা আ’ লীগের সহ সভাপতি ড. আশ্রাফ আলী চৌধুরী সারু প্রমূখ।

জানা যায়, সম্মেলনে চেয়ার প্রতিক নিয়ে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন সাবেক সভাপতি মো. মনির উদ্দিন। তবে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন দুইজন। সাবেক সাধারণ সম্পাদক শাহেদ আলী মনু আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন তার সাথে একই পদে প্রতিদ্বন্দিতা করছেন সাবেক ছাত্রনেতা আবদুর রব সুমন। এতে সুমন পেয়েছেন ৩৩ ভোট আর মনু ২৩৫ ভোট পেয়ে বিজয় লাভ করেন।

সর্বশেষ - রামগতি উপজেলা