মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকে মনোনয়ন পত্র দাখিল করেন এ আর হাফিজুল্লাহ।
সোমবার (২৯ডিসেম্বর ২০২৫) দুপুরে কমলনগর উপজেলা সহকারী রিটার্ন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান এর কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, কমলনগর উপজেলা জামায়াত আমির মাওলানা আবুল খায়ের, রামগতি উপজেলা জামায়াত আমির মাওলানা আব্দুর রহিম, রামগতি পৌরসভা আমির মাওলানা আবুল খায়ের, কমলনগর উপজেলা সেক্রেটারি মাওলানা আকরাম হোসেন, জামায়াত নেতা অধ্যাপক মিজানুর রহমান, এডভোকেট শাহাদাত হোসেন, মাস্টার জামাল উদ্দিন, মাওলানা নুরুদ্দিন, অধ্যক্ষ আব্দুস শহীদ, ডাক্তার মোহাম্মদ ইউসুফ প্রমূখ।


















