১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ রাত ১০:৪৮ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

অবৈধ ট্রাক্টরট্রলি বন্ধে কমলনগরে অবস্থান কর্মসূচি পালন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ১৫, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে অবৈধ ট্রাক্টরট্রলি বন্ধে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদের সামনে অবস্থান নেন তারা। এ সময় রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধে হয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তাদের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর আহবায়ক এ্যাডভোকেট ফখরুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, সাধারণ সম্পাদক মো. ফয়েজ, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন আমু, প্রবাসী ফরিদ উদ্দিন ও রিমন রাজু প্রমুখ।

প্রসঙ্গত, গত সোমবার তোরাবগঞ্জ এলাকায় ট্রাক্টরট্রলির চাপায় মো. মিরাজ হোসেন (২২) নামে এক চটপটি বিক্রেতার মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে অনুমোদনহীন এ যন্ত্রদানব ট্রাক্টরট্রলি। কমলনগরের প্রভাবশালী ব্যাক্তিরা কৃষিতে চাষের জন্য এক ট্রাক্টর কিনে ট্রলি বানিয়ে ব্রিকফিল্ডের মাটি এবং কাঠ বহনের কাজে ব্যবহার করছেন। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার স্বীকার হন সাধারণ মানুষ। তাই এ প্রাণঘাতক ট্রাক্টরট্রলি বন্ধে জরুরি পদক্ষেপ নিতে একত্রিত হন তারা।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা