১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ রাত ৪:০১ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

উন্নত এবং আধুনিক কুলিয়ারচর গড়ার এখনই সময়—চেয়ারম্যান আবুল হোসেন লিটন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ১২, ২০২৪ ৬:২৬ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: উন্নত এবং আধুনিক কুলিয়ারচর গড়ার এখনই সময় বললেন নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হোসেন লিটন।

বৃহস্পতিবার দুপুর সোয়া ২ টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের আয়োজনে ৬ ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভায় সভাপতির বক্তব্যে এ কথা বললেন তিনি।

আবুল হোসেন লিটন বলেন, আসলে গত ১৫ বছরে বাংলাদেশ যে জায়গায় চলে গেছে আর অন্যান্য উপজেলার দিকে যদি আমরা তাকায় তাহলে, এটি অত্যন্ত সত্য কথা এটা দুর্ভাগ্য হলেও সত্য, আমরা আমাদের কুলিয়ারচর উপজেলাকে সে জায়গায়, সেই মাত্রায় নিয়ে যেতে পারি নাই ।

লিটন বলেন, আগামী ৫ বছর কুলিয়ারচর উপজেলাকে একটি আধুনিক উপজেলায় রুপান্তরিত করতে স্বল্প মেয়াদি, মধ্য মেয়াদি ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিতে চায়। যারা বিগত সময়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে উপজেলা বাসীকে সেবা দিয়ে গেছেন তাদেরই উত্তরাধিকার হিসেবে একটি উন্নত, সমৃদ্ধ উপজেলা গড়তে সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায়।

চেয়ারম্যান মোঃ আবুল হোসেন লিটন বলেন, আমি একটি স্লোগান দিয়ে কুলিয়ারচরে জনপ্রিয় করতে চায়, আগামী ৫ বছরের মধ্যে । সেটি হলো, “উন্নত এবং আধুনিক কুলিয়ারচর গড়ার এখনই সময়” আর এ সময়টিকেই বেচে নিতে চায় যেটি হচ্ছে উপযুক্ত সময়। যেখানে আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রী আছেন, যেখানে থানা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেখানে কুলিয়ারচর উপজেলাকে একটি উন্নত এবং আধুনিক হিসেবে গড়ে তোলার এখনই সময়।

লিটন বলেন, আজ থেকে কিভাবে একটি উন্নত এবং আধুনিক কুলিয়ারচর উপজেলা হিসেবে গড়ে তুলতে পারি, সেই পরিকল্পনা, সেই কর্মপন্থা, কর্মকৌশল, সেই জায়গাগুলো চিহ্নিত করা রাস্তাঘাট থেকে শুরু করে পুল-কালভার্ট এবং আমাদের পৌরসভাকে আরো পরিচ্ছন্ন করা এছাড়াও এ উপজেলার ৬ টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ নেতৃবৃন্দদের নিয়ে বসে তাদের সিদ্ধান্তনুযায়ী সামনের দিকে এগিয়ে যেতে চায়।

তিনি আরও বলেন, যে ভয় থেকে জনপ্রতিনিধি হতে চায়নি জীবনে, যেহেতু আজকে পরিস্থিতি, বাস্তবতা আমাকে আজকে সেই দায়িত্বে এনে দিয়েছে, আমি চেষ্টা করবো আমার ২৮ বছরের আওয়ামী লীগের রাজনীতি আর যদি রাজনৈতিক জীবন বলেন তাহলে প্রায় ৪৪ বছরের রাজনৈতিক জীবনের যে আকাঙ্ক্ষা রাজনীতি করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বাস্তবায়ন কিছুটা হলেও করতে পারি কুলিয়ারচরের জনগণের জন্যে তাহলে আমি মনে করবো যে, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি, এদেশের মানুষের মুক্তির রাজনীতি, যে রাজনীতি একটি উন্নত, সমৃদ্ধ বাংলাদেশের রাজনীতি, যে রাজনীতির জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিবারাত্র কাজ করছেন, যে রাজনীতির জন্যে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমান কাজ করেছেন, যে উন্নত কুলিয়ারচরের স্বপ্ন আমার বড় ভাই মরহুম আলহাজ্ব মুছা মিয়া সিআইপি দেখেছেন হয়তো আমার দ্বারা আপনাদের সবাইকে নিয়ে সেটার যদি কিছুটা হলেও আমি পুরণ করতে পারি এ পাঁচ বছরে। তাহলে আমি মনে করবো কুলিয়ারচরের সন্তান হিসেবে আমার রাজনৈতিক জীবন ধন্য, এ উপজেলার মানুষের জন্য একটি উন্নত, সমৃদ্ধ কুলিয়ারচর আমি উপহার দিতে পেরেছি এই বিশ্বাসটুকু এবং সেই স্বস্থিটুকু নিয়ে যেন আমি আমার রাজনীতির পরিসমাপ্তি ঘটাতে পারি উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এছাড়াও সকলের সহযোগিতায় একটি উন্নত এবং আধুনিক কুলিয়ারচর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত প্রথম সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান, পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, নব-নির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান লিপি আক্তার, জেলা পরিষদ সদস্য আব্দুস সাত্তার মাস্টার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শরীফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা শিক্ষা অফিসার আবদুল আলিম রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উছমানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম ক্বারী, রামদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক আবু বাক্কার, ছয়সূতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভিপি মো. ইকবাল হোসেন, সালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম ও ফরিদপুর ইউপি চেয়ারম্যান এসএম আজিজ উল্লাহসহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা