১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ২:৩১ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

উপ-সম্পাদকীয়: আপনার ত্যাগের মাধ্যমে অপরের কল্যাণ নিহিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ৪, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ

সাবিনা ইয়াছমিন, আলেকজান্ডার, রামগতি (লক্ষ্মীপুর) থেকে: যখন অনার্সে পড়ি, আমাদের বাড়িওয়ালী রোজ বিকেলে তালীম করতেন। একদিন হঠাৎ তালীমে ডাক পড়লো। যথারীতি হাজির হলাম। বাড়িওয়ালী নানান বিষয় নিয়ে তালীম করতেন। কাউকে কিছু দিতে হলে নাকি সবচেয়ে প্রিয় জিনিসটি দিতে হয়, প্রিয় জিনিসটিই ত্যাগ করতে হয়, তা সেদিন তিনি ভালোভাবে ইসলাম দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন।

আপনার ত্যাগ যদি অপরের জন্য কল্যাণ বয়ে না আনে তাহলে সে ত্যাগের কোন মাহাত্ম্য ইসলামে নেই। সামনে আসছে পবিত্র ঈদুল আযহা যা ত্যাগের মহিমায় উদ্ভাসিত। আপনার, আমার ত্যাগের বিনিময়ে কিছু পরিবার যদি আনন্দে উদ্ভাসিত হয়। তবেই আমাদের সেই ত্যাগ সার্থক হবে।

হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম এর কুরবানী ইতিহাস আমরা নিশ্চয়ই সবাই জানি।

আমাদের সমাজে যারা সামর্থ্যবান নয় কোরবানি করতে তাদের মুখে হাসি ফুটানো আপনার আমার সকলের দায়িত্ব। সামর্থ্যবানরা যদি তাদের কোরবানির কিছু অংশ নিজ দায়িত্বে সমাজের আনাচে-কানাচে পৌঁছে দিতে পারি, নিজেদেরকে ত্যাগ করে তাদের কাছে দায়িত্ব নিয়ে কোরবানির কিছু মাংস পৌঁছে দিতে পারি তবে এটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে বলে আমি মনে করি।

রান্না করা কিছু মাংস অপরের মুখে তুলে দিয়ে আনন্দের হাসিটা যদি আপনি নিজেই হাসতে পারেন তবেই আপনার ত্যাগ সার্থকতা খুঁজে পাবে। গরুর মাংস অনেকেরই প্রিয়। আপনার এই প্রিয় জিনিসে পাশের বাড়ির লোকটির ও কিছু অংশ আছে। মন থেকে আনন্দ চিত্তে সে অংশে আমরা যেন তাদের শরীক করতে পারি। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।

প্রিয় জিনিস ত্যাগের বিনিময়ে কিছু পরিবারে কল্যাণ বয়ে আসুক !!

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত