মো. ওমর খান সানি, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফেসবুক গ্রুপ ‘প্রিয়ভূমি তাড়াইল’ প্রয়াত এনটিভির বার্তা সম্পাদক তাড়াইল এর কৃতি সন্তান তাজুল ইসলাম সীমান্ত খোকনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি ব্যতিক্রমী সামাজিক উদ্যোগে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত আবুল কাশেম শেখ’কে জীবিকা নির্বাহের সুযোগ করে দিতে একটি অটোরিকশা উপহার হিসেবে প্রদান করেন।
বুধবার (০১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা সীমান্ত খোকনের সাংবাদিকতা,মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার কথা স্মরণ করেন।
এ্যাডভোকেট মাহমুদুল হাসান মাসুম বলেন, “সীমান্ত খোকন শুধু একজন দক্ষ সাংবাদিকই ছিলেন না, সমাজ ও মানুষের প্রতি তাঁর ছিল গভীর মমত্ববোধ। তাঁর স্মৃতিকে ধারণ করেই এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
প্রিয়ভূমি তাড়াইল-এর পক্ষ থেকে অটোরিকশার চাবি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোছাঃ পপি খাতুন । এরপর ইউএনও আবুল কাশেম শেখের অটোরিকশার প্রথম যাত্রী হিসেবে ভ্রমণ করেন এবং শুভেচ্ছা ভাড়া প্রদান করেন।
এ সময় মোছা: পপি খাতুন সংগঠনটির প্রশংসা করে বলেন, “প্রিয়ভূমি তাড়াইল যে মহৎ উদ্যোগ নিয়েছে, তা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকুক—এটাই প্রত্যাশা।”
অটোরিকশা হস্তান্তরের সময় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সারোয়ার আলম, যুগ্ম সম্পাদক সম্পাদক সামির হোসেন সাকি, উপজেলা যুবদলের আহ্বায়ক ওমর ফারুক, গণ-অধিকার পরিষদের উপজেলা আহবায়ক জাকিরল ইসলাম বাকি, জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ডেপুটি চিফ রিপোর্টার উৎপল রায় সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিয়ভূমি তাড়াইল-এর স্বেচ্ছাসেবক এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।


















