কবিতা:
একটু শুধু ইচ্ছে কর
—সুলতানা মেহের নিগার
ভাবছো-
সব অচেনা, সব অজানা
এ পথ পাড়ি দেয়া সম্ভব না?
তাকিয়ে দেখো –
আজ থেকে কিছুতো চেনা,
পড়ে দেখো, ভেবে দেখো-
এখন থেকে কিছুতো জানা।
সাদা কাগজটি পড়ে আছে,
কলমটি নিব বন্দি,
ভাবছো-
কি করে হবে কাগজে কলমে সন্ধি?
একটু শুধু কলমটা নাও,
ইচ্ছেগুলো এঁকে যাও,
দেখো তোমার মন ছায়া,
এখন পেল দারুন কায়া।
একটু শুধু ইচ্ছে কর,
মেলে দাও ডানা,
জগৎ পুরো হয়ে যাবে,
তোমার চেনা ঠিকানা।
** সুলতানা মেহের নিগার
সহকারী শিক্ষক
চরবাটা দক্ষিণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
০১৭২৬-০৮১২৭৪
sumeni2018@gmail.com
Please follow and like us: