৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ রাত ৯:২৬ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

কমলনগরে বিএনপি নেতার উপর হামলার ঘটনায় মামলা: গ্রেফতার-১

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে দলীয় নেতাদের নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় বিএনপি নেতা মো: শাজাহানের উপর আ’লীগ সমর্থকের হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাতে চর লরেন্স ইউনিয়নের শফিউল্লাহ বেপারীর রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার শাজাহান ওই ইউনিয়নের বিএনপি’র সদস্য ও ২ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক। এই ঘটনায় মঙ্গলবার রাতেই শাজাহানের ছেলে ইয়ামিন বাদি হয়ে কমলনগর থানায় মামলা করলে তাৎক্ষণিক অভিযুক্ত আ’লীগ নেতা নুরুল আমিনকে গ্রেফতার করে পুলিশ। নুরুল আমিন ওই এলাকার মৃত আবদুল গফুরের ছেলে।

মামলা ও স্থানীয় সুত্রে জানা যায়, চর লরেন্সের ২ নং ওয়ার্ডের হাজী শফিউল্লাহ বেপারী বাড়ীর এলাকায় রাস্তার পাশের দোকানে বসে বিভিন্ন সময় আ’লীগ নেতা নুরুল আমিন সহ ৮-১০ জন বিএনপি নেতাদের নিয়ে বিভিন্ন ধরণের কটুক্তি করে। ঘটনার সময়ও একইভাবে কটুক্তি করলে মো. শাজাহান প্রতিবাদ করলে তার সাথে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আ’লীগ নেতা নুরুল আমিন ও তার সহযোগীরা সহ শাজাহানকে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক জখম করে। এবং ইসরাফিল স্টোরের মালামাল ও দোকান ভাংচুর করে। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রাতে শাজাহানের ছেলে ইয়ামিন অভিযুক্ত নুরুল আমিন সহ ৮ জনের নাম উল্লেখ করে মামলা করলে পুলিশ তাৎক্ষণিক নুরুল আমিনকে গ্রেফতার করে। স্থানীয়রা জানান, অভিযুক্তরা ওই এলাকার ত্রাস আ’লীগ নেতা ইসমাইল মেম্বারের অনুসারী।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, মারামারির ঘটনায় রাতে মামলা হয়েছে। মামলার আসামী একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা