মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর ( লক্ষ্মীপুর ) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে চর কাদিরা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরমান হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১২ই নভেম্বর ) সকাল ৯ টার সময় ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরমান চর কাদিরা গ্রামের কিল্লার বাড়ির আবদুল মান্নানের ছেলে।
চর কাদিরা ইউনিয়নের স্থানীয় মেম্বার ফজলে এলাহি শামিম জানান সে বাড়ির পাশ্বে একটি এনজিও সংস্হার অফিস নির্মান কাজে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন করেন।
আরমাসের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কমলনগর থানার কর্তব্যরত পুলিশ জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ পুলিশকে অবহিত করেননি। তথ্যের ভিত্তিতে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।
Please follow and like us: