মো. শফিকুল ইসলাম শফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রাজিয়া সুলতান (বন্যা) করোনার টিকা গ্রহন করে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সে করোনার টিকা গ্রহন করে। পরে তাঁর চাচাতো ভাইয়ের সাথে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে নান্দাইল উপজেলা সদর নরসুন্দা ব্রীজের উপর দূর্ঘটনার কবলে পড়ে। এতে স্কুল ছাত্রী বন্যা মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে পিকআপ ভ্যানের চাকার পিষ্টে ঘটনাস্থলেই নিহত হয়।
জানাগেছে, নিহত স্কুল ছাত্রীর বাড়ি নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বারুইগ্রামে। সে নান্দাইল চৌরাস্তা বারুইগ্রাম বাজারের ফল ব্যবসায়ী মো. খুররম মিয়ার একমাত্র কন্যা। সে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের অন্যান্য ছাত্র-ছাত্রীদের সাথে করোনার টিকা গ্রহন করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিল। তাঁর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে এ বিষয়ে সুশীল সমাজের ব্যক্তিবর্গরা নিহত স্কুল ছাত্রীর প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্র-ছাত্রীদের করোনার টিকা প্রদান করা জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহব্বান জানান।