কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে মোবাইল ফোন লুকানোর অভিযোগের জেরে এক মুদি দোকানিকে ছুরি মেরে হত্যার অভিযোগ উঠেছে খরিদ্দারের বিরুদ্ধে।
রবিবার (১৬ এপ্রিল) রাত ৯ টার দিকে করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের সাদকখালী চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মো. শরীফ (২৫) নোয়াবাদ ইউনিয়নের উলুখলা গ্রামের আলী আকবরের ছেলে। অভিযুক্ত লিয়ন একই উপজেলার কাঁঠালিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘটনার দুই দিন আগে সাদকখালী চৌরাস্তা বাজারে মুদি ব্যবসায়ী শরীফের দোকানে কিছু মালামাল কিনতে আসেন লিয়ন। মালামাল কিনে যাওয়ার সময় দেখেন তার হাতের বাটন মোবাইল ফোনটি নেই। তখন লিয়ন মুদি দোকানি শরীফকে দোষারোপ করেন যে, তার মোবাইলটি শরীফ লুকিয়ে রেখেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মাধ্যে তর্কাতর্কি হয়। এর জেরে রবিবার রাত ৯টার দিকে দোকানে গিয়ে মুদি দোকানি শরীফকে ছুরি দিয়ে বুকে আঘাত করে পালিয়ে যায় লিয়ন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন জানান, ঘটনার সময় বাজারে তেমন লোক ছিলনা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত লিয়নকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


 
                    







 
                                     
                                     
                                     
                                    








