খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের টানা ৬ বারের সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনকে কিশোরগঞ্জ জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (৩০ অক্টোবর) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনু বিভাগের (জিপি/পিপি শাখা) উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত একটি চিঠি কিশোরগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে কিশোরগঞ্জ দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. জালাল উদ্দিনের নিয়োগের বিষয়টি জানানো হয়।
অ্যাড. মো. জালাল উদ্দিন বিগত ১৫ বছর যাবৎ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি দায়িত্ব পালন করছেন। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও, তিনি পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক, টানা ২৪ বছর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক। পাকুন্দিয়া পৌরসভার সাবেক মেয়র । তিনি কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) সংসদীয় আসন থেকে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী।
আদালত সূত্রে জানা যায়, গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর সারাদেশে আদালত গুলোতে বিগত সময়ের বঞ্চিত আইনজীবীরা তাদের যথাযথ মর্যাদা নিয়ে প্রতিবাদ করেন। পতিত সৈরাচার সরকারের সকল দেওয়ানি ও ফৌজদারি আদালতসমূহে আইন কর্মকর্তা নিয়োগ বাতিলের দাবি উঠে। এদিকে কিশোরগঞ্জের নতুন পিপি হিসেবে নিয়োগ পাওয়া অ্যাড. মো. জালাল উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে ভূমিকা পালন করার মধ্যে অন্যতম। অ্যাড. জালাল উদ্দিনের নেতৃত্বে গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমর্থনে কিশোরগঞ্জ শহরে বেলা ১১ টার দিকে কিশোরগঞ্জ জর্জ কোর্ট চত্বর থেকে পুলিশি বাঁধা উপেক্ষা করে শহরের মডেল থানা এলাকায় এসে পৌঁছালে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা তাদেরকে নিয়ে থানার সামনে শক্ত অবস্থান তৈরি করে। একপর্যায়ে প্রশাসন ও আওয়ামী যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী পিছু হটতে বাধ্য হয়। ঐদিন জেলায় ৩ জন নিহত হয়।
সদ্য এপিপি নিয়োগ পাওয়া এ্যাড. আবু বক্কর মিলন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুধু নয় এ্যাড.জালাল স্যার বিগত ১৭ টি বছর হাসিনা সরকারের বিরুদ্ধে আদালত ও রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন। বার বার মামলার আসামি হয়েছেন পুলিশি ও আওয়ামী সন্ত্রাসীরা আহত করেছেন। কিশোরগঞ্জ প্রায় ২০ হাজার আসামির মামলা তদারকি করেছেন। জালাল স্যার এর আগেও পিপি ছিলেন। আবারও স্যার পিপি হিসেবে নিয়োগ পাওয়ায় আমরা আনন্দিত।
প্রসঙ্গত, কিশোরগঞ্জ জেলার দেওয়ানি ও ফৌজদারি আদালতসমূহে আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) উপ-সলিসিটর (জিপি/পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নিয়োগ প্রদান করা হয়।পাবলিক প্রসিকিউটর, বিশেষ পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে ৬৯ জনকে ও সরকারি কৌশুলী, অতিরিক্ত সরকারি কৌশুলী ও সহকারী সরকারি কৌশুলী পদে ১৪ জনকে নিয়োগ দেওয়া হয়।