১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৮:২১ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

কিশোরগঞ্জে স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ২৫, ২০২৩ ১১:৫৩ অপরাহ্ণ

খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে স্ত্রীকে কুপিয়ে জখম করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর দেড় টার দিকে পৌর শহরের শহীদি মসজিদ সংলগ্ন আহমদ গলির ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। এর আগে গুরুতর আহত অঞ্জলি ঘোষ (৩৫) কে উদ্ধার করে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

মৃত স্বামী লিটন ঘোষ (৪২) ইসলামী সুপার মার্কেটের সামনে পানের ব্যবসা করতেন। তিনি জেলার করিমগঞ্জ উপজেলার কাদির জঙ্গল এলাকার গোপাল ঘোষের ছেলে। তিনি স্ত্রী অঞ্জলি ঘোষ (৩৫) ও দুই কন্যা ছড়া ঘোষ (১১) ছোঁয়া ঘোষ (১৪) কে নিয়ে আহমদ গলির বাচ্চু টাওয়ারের পাশের বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্ত্রী ও সন্তানসহ ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন লিটন ঘোষ। লিটন ঘোষ ইসলামী সুপার মার্কেটের সামনে একটি পানের দোকানদার। প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ লেগে থাকতো তার সংসারে।  মঙ্গলবার উত্তেজিত হয়ে স্ত্রী অঞ্জলি ঘোষকে কুপিয়ে গুরুতর জখম করেন লিটন ঘোষ। পরে লিটন ঘোষের বোন খবর পেয়ে অঞ্জলি ঘোষকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। স্ত্রী অঞ্জলি ঘোষকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর খালি বাসায় স্বামী লিটন ঘোষ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

নিহত লিটন ঘোষের বোন জামাই জুটন জানান, সোমবার রাতে সম্ভবত খাবারের সাথে স্ত্রী ও দুই মেয়েকে ঘুমের ট্যাবলেট খাওয়ান লিটন ঘোষ। এতেই তারা শারীরিকভাবে দূর্বল হয়ে পড়ে। এ সুযোগে ঘুমন্ত স্ত্রী অঞ্জলি ঘোষকে কুপিয়ে জখম করে লিটন। এ ঘটনায় দুই মেয়েও হাসপাতালে ভর্তি রয়েছেন বলেও জানান তিনি।

স্থানীয় এলাকাবাসী সাজ্জাদ বিন সাকিম জানান, আমরা শুনেছি স্বামীর স্ত্রী ঝগড়াকে কেন্দ্র করে এ ঘঠনা ঘটে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, স্বামীর হাতে স্ত্রীকে কুপিয়ে আহত হওয়ার খবর আমি জানতে পারি। তবে পারবারিক কলহের জেরে বিমল আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বয়স্কদের অনুদান ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

লোকসান নিয়েই পদ্মা সেতু হয়ে ছুটল ‘ম্যাংগো স্পেশাল’

কুলিয়ারচরে নতুন ওসির যোগদান

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ম

কমলনগর উপজেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন নির্বাচন অনুষ্ঠিত; সভাপতি-রফিক, সম্পাদক-আরিফ

রামগতিতে বর্ণাঢ্য কর্মসূচীতে মহান স্বাধীনতা দিবস পালিত

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে নান্দাইল হাইওয়ে থানার ব্যাপক কর্মসূচী

কুলিয়ারচরে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রামগতিতে জেলা পরিষদ সদস্য পদে ভিপি হেলাল বিজয়ী