মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান (৭৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি……………… রাজেউন)।
মঙ্গলবার (১ জুলাই) উপজেলার মুছা মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ কুলিয়ারচর পৌরসভার আলী আকবরী মহল্লায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি গত সোমবার ঢাকার মনোয়ারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে এবং ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।