মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর বিএনপি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মো. রফিকুল ইসলাম (৭২) ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে বৃহস্পতিবার ৩ জুলাই সকাল পৌনে বারোটায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি………… রাজিউন)।
আগামীকাল শুক্রবার (৪ জুলাই, ২০২৫ খ্রিঃ) সকাল ১০ টায় কুলিয়ারচর পৌর শহরের জামিয়া ছিদ্দিকীয়া বেতিয়ারকান্দি মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম সিআইপি গভীর শোক প্রকাশ করেছেন।