১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১১:১৬ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

কুলিয়ারচরে মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়তে থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ১৬, ২০২৫ ৬:১৮ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।

শনিবার (১৬ আগস্ট, ২০২৫) সকাল ১১ টায় কুলিয়ারচর থানার আয়োজনে থানার হলরুমে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে ও কুলিয়ারচর থানা ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি মুফতি ওবায়দুল্লাহ আনোয়ার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক ও বীরমুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু।

উপস্থিতিদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিস্ট এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন,
ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পীযুষ কান্তি ঘোষ, ডুমরাকান্দা বাজার পরিচালনা কমিটির সভাপতিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা মাদক-জঙ্গি-সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কঠোর পদক্ষেপ নিতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তাদের বক্তব্যের প্রেক্ষিতে মাদকমুক্ত কুলিয়ারচর গড়তে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, এএসপি সার্কেল ও ওসি এবং কুলিয়ারচর থানার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সকল অপরাধ, নিরসনে সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা