মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর প্রতিবেদক: কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৫ ম পর্যায়ে (২য় ধাপ) জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম।
রবিবার (৯ জুন ২০২৪ খ্রিঃ) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রেস ব্রিফিং করেন ইউএনও।
এসময় উপস্থিত ছিলেন নব যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, সালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুমসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ।
ইউএনও ফারজানা আলম বলেন, আগামী ১১ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৫ ম পর্যায়ে (২য় ধাপ) সারা দেশের ৫১ টি জেলা ও ১৮৮ টি উপজেলায় জমি ও গৃহ প্রদানের অংশ হিসেবে কুলিয়ারচর উপজেলার ১২০ টি পরিবারকে পুনর্বাসন করা হবে।