রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ আ’ লীগের কিশোরগঞ্জের তাড়াইলে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টায় হাসপাতাল রোড খান ব্রাদার্স শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে উক্ত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সভায় উপজেলা আ’ লীগের ত্রাণ ও পুন:বাসন সম্পাদক আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আ’ লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আমিরুল ইসলাম খান বাবলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলার জাওয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন সুজন, উপজেলা আ’ লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা সিদ্দীকুর রহমান বকুল, আবুল কালাম ভুঁইয়া, মেজবাহ উদ্দিন জুয়েল, ধলা ইউনিয়ন আ’ লীগ সদস্য সাইফুল ইসলাম তহুর, সাধারণ সম্পাদক আবদুল হক।
কর্মী সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা তালজাঙ্গা ইউনিয়ন আ’ লীগের সভাপতি আবদুল কাইয়ূম খান, রাউতি ইউনিয়ন আ’ লীগ সভাপতি শাহজাহান ভুঁইয়া বাচ্চু প্রমূখ।
বাংলাদেশ আ’ লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আমিরুল ইসলাম খান বাবলু প্রধান অতিথির বক্তব্যে বলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডিজিটাল বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। তিনি আরও বলেন নির্বাচন বানচাল কারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের। সকলকে সজাগ ও সোচ্চার থাকার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।