পাকুন্দিয়ায় অ্যাপসের মাধ্যমে ধান ও চাল সংগ্রহ শুরু

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশেরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সরাসরি কৃষকদের কাছ থেকে অ্যাপসের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। সোমবার (১৬ মে) বিকেলে উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাসান আলী, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত করিম, উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আ. আউয়াল, সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, এ বছর প্রতিকেজি ধান ২৭ টাকা ও প্রতিকেজি চাল ৪০ টাকা দরে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। উপজেলায় ১৪৪১ মে.টন ধান ও ২২২৮ মে.টন চাল সংগ্রহের লক্ষ্য মাত্র নির্ধারণ করা হয়েছে।