মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী পাটুয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন।
সোমবার দুপুরে (১৮ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাটুয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নির্বাচিত সদস্যগণের ভোটে ইউএনওকে সভাপতি নির্বাচিত করা হয়।
উল্লেখ্য যে, গত ১১ এপ্রিল ২০২২ তারিখে পাটুয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অভিভাবক সদস্য হিসেবে মো. মুকুল মিয়া, উসমান, শহীদ মিয়া, নজরুল ইসলাম, সংরক্ষিত অভিভাবক সদস্য তাছলিমা নাছরিন, শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. হেলাল উদ্দিন ভূঁইয়া, মো. হুমায়ূন কবীর, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে ছাকিনা নির্বাচিত হয়।
সোমবার দুপুরে সকল সদস্য ও শিক্ষকগণের উপস্থিততে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন।
 
 

 
                    







 
                                     
                                     
                                     
                                    








