মো. মুঞ্জুরুল হক মুঞ্জু (পাকুন্দিয়া) কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন এ পদের শুন্য ঘোষণা করেন।
সোমবার (১৫ এপ্রিল) পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুুটন পদত্যাগ পত্র জমা দেন। সে আলোকে উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন যাচাই-বাছাই শেষে এ পদটি শূন্য ঘোষণা করেন।
এমদাদুল হক জুটন পদত্যাগ পত্র জমা দিয়ে, তিনি আগামী ৮ মে প্রথম দাপের উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে এই পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন।
উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন বলেন পাটুয়া ভাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী বরাবরে পদত্যাগ পত্র জমা দেন। সে আলোকে ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।