পাকুন্দিয়ায় পুলিশি অভিযানে গ্রেফতার ৮

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশ বুধবার গভীর রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৫ কেজি গাজা ও ৫১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৮জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার চরকুর্শা গ্রামের ছফির উদ্দিনের ছেলে মাসুদ মিয়া (৪৫), তার কাছ থেকে ৫০০গ্রাম গাজা, ৫১পিছ ইয়াবা ও তার সহযোগি উপজেলা চরপাড়াতলা গ্রামের খুর্শিদের ছেলে আরমান (২৪), তার কাছ থেকে ৩০০শ গ্রাম গাজা, বাহাদিয়া গ্রামের জয়নালের ছেলে সাগর (২০) তার কাছ থেকে ২০০শ গ্রাম উদ্ধার করা হয়।
এদিকে হিজলীয়া গ্রামের অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরি মামলার আসামী মৃত অজিত কুমার দে’র ছেলে সৌরভ কুমার দে (২৭) কে এবং মির্জাপুর ব্রহ্মপুত্র নদীর পাড়ে তাস দিয়া জুয়া খেলা অবস্থায় দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- বীরকুর্শা গ্রামের রজব আলীর ছেলে স্বপন মিয়া (৩০), কাহেৎধান্দুল গ্রামের দুলাল মিয়া ছেলে সাদ্দাম হোসেন (২৮)। মারামারি মামলা আসামী পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে গোলাপ মিয়া (৪৫), মৃত হাসিম উদ্দিনের ছেলে মো. জুয়েল মিয়া (৩০)।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন জানান, গ্রেফতারকৃতদের পৃথক পৃথক মামলা রুজু করে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।