১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৬:৫০ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

পাকুন্দিয়ায় ভূমি সেবা সপ্তাহে ভূমিহীনদের মাঝে দলির হস্তান্তর

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ২৩, ২০২২ ৩:২৫ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ‘ ভূমি অফিসে না এসে, ভূমি সেবা গ্রহণ করুন ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া ভূমি সেবা সপ্তাহ ২০২২ পালিত হয়েছে। রবিবার (২২ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ভূমি সেবা সপ্তাহ ২০২২ অনুষ্ঠিত।

উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী’র সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া সুলতানা।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, উপজেলা সাব-রেজিষ্টার মহসিন উদ্দিন আহম্মেদ, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো. হাদিউল ইসলাম, সাংবাদিক মুঞ্জুরুল হক মুঞ্জু প্রমুখ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার বলেন ইতিমধ্যে মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত ভূমি সেবা নিশ্চিত করতে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস গুলো কাজ করে যাচ্ছে। শতভাগ ই-নামজারী, ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিষ্ট্রেশন করা হচ্ছে।

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী ভূমিহীনদের হাতে আনুষ্ঠানিক ভাবে দলিল হস্তান্তর করেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা