মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাসিক আইনশৃঙ্খলার সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরীর সভাপতিত্বের সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরে আলম খান।
এসময় অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন, পৌর মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন, সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম, চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবু, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জুটন, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় আসন্ন রমজান উপলক্ষে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণ, পৌরসদরের যানজট নিরসন, মাদক নিয়ন্ত্রণে আইনের প্রয়োগ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।