মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেবিন থেকে রোগীদের ইলেক্ট্রেশিয়ান পরিচয় দিয়ে পানির ট্যাব ও ঝর্ণা চুরি হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং সুপারভাইজার আমেনা রোগী পরিদর্শনে গেলে রোগীরা তার কাছে পানি না থাকার অভিযোগ তুলে ধরে। পরে সে কেবিনে গিয়ে বাতরুমের দরজা খুলে দেখে কোন কেবিনেই ঝর্ণা ও পানির ট্যাব নাই। রোগীদের জিজ্ঞেস করলে তারা বলে গত রাতে এক ব্যক্তি ইলেক্ট্রিশিয়ান পরিচয় দিয়ে বাতরুমে প্রবেশ করে। এর পর থেকেই হাসপাতালের পানির সমস্যা দেখা দেয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান বলেন হাসপাতালে নিরাপত্তা কর্মী পদটি শূন্য থাকার কারনে সমস্যা দেখা দিয়েছে। বর্তমানে হাসাপাতালের ১৫টি সিসি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। সমস্ত হাসপাতাল সিসি ক্যামেরার আওতায় আনার জন্য স্বাস্থ্য বিভাগের প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে।