মো. মুঞ্জুরুল হক মুঞ্জ, কিশোরগঞ্জ (পাকুন্দিয়া) প্রতিনিধি: রবিবার ১৭ সেপ্টেম্বর দেশে প্রথম বারের মত উদযাপিত হচ্ছে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩। সেবা ও উন্নতি দক্ষ রূপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার, এই স্লোগান নিয়ে দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা চত্তর হইতে একটি র্যালী পৌর সদর বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশণার (ভূমি) তানিয়া আক্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন, উপজেলা প্রকৌশলী জোবায়েদ হোসেন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো. হাদিউল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, প্রশাসনের কর্মকর্তা, ইউপি সদস্য/সদস্যাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাদেকুর রহমান।