মো. মুঞ্জুরুর হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় চরদেওয়কান্দি ও তারাকান্দি এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে ৬০২ পিস ইয়াবা ট্যাপলেট সহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।
বুধবার ২৬ জুলাই গবীর রাতে পাকুন্দিয়া থানাধীন চর দেওয়কান্দি ও তারাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কুরিগ্রাম জেলার রাজার হাট থানার ছোটরায়পাড়া গ্রামের রফিকুর ইসলামের মেয়ে রূপালি বেগম (২৭), এর কাছ থেকে ২শত পিস, কক্সবাজার জেলার টেকনাফ থানার উনচিপ্রাঃ মধ্যহিলা গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ (২৮), কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা, উদ্ধার করা হয়, এদিকে একই রাতে উপজেলার তারাকান্দি এলাকায় অভিযান চালিয়ে চরকাওনা (বারঘড়) গ্রামের বাবুল মিয়ার ছেলে সাকিবুর হাসান (২৫) এর কাছ থেকে ৩১ পিস ইয়াবা ও চরটেকি গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মুক্তার ওয়াজেদ (২৭) এর কাছ ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন জানান, উপজেলা থানার গাট ও চর দেওয়কান্দি এলাকায় মাদক কারবারিরা ইয়াবা বিক্রি করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা সহ আব্দুল্লাহ ও রুপালি বেগম কে গ্রেফতার করা হয়। ওসি আর বলেন, গ্রেফতার কৃতরা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে গাজিপুর, নরসিন্দী, কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করত তাদের বিরুদ্দে পাকুন্দিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।