Saturday, May 27, 2023

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় বিএনপি নেতার দন্ড

সাম্প্রতিক স্বদেশ ডেক্স: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার অপরাধে বিএনপির এক নেতাকে সাত বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আক্তার হোসেন (৪৫)। নাটোরের সিংড়া উপজেলার রাণীনগর শেরকোল গ্রামে তার বাড়ি। তিনি শেরকোল ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। আদালত তাকে কারাদন্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানাও করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও তিন মাস দন্ড ভোগ করতে হবে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20
সর্বশেষ সংবাদ