মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৪-২৫ সনের জন্য উপজেলা আমীর হিসেবে মাওলানা আবদুর রহিম ও পৌরসভার মাওলানা আবুল খায়ের আমীর নির্বাচিত হয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, ২০২৪-২৫ সেশনের জন্য উপজেলা আমীর পদে নির্বাচিত হয়েছেন পৌরসভার সাবেক কাউন্সিলর বর্তমান উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম। এর আগে জনপ্রিয় নেতা পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন।
পৌর জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন জনপ্রিয় জনবান্ধব নেতা মাওলানা আবুল খায়ের। রামগতি পৌরসভার মেয়র পদে প্রার্থী হিসেবে সাংগঠনিক ভাবে নাম প্রকাশ হয়েছে।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম প্রতিক্রিয়ায় জানান, সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক দায়িত্ব দেয়া হয়েছে। যথাযথ ভাবে দায়িত্ব পালনে মহান রাব্বুল আলামিনের কাছে সাহায্য দয়া ও করুনা প্রত্যাশী।
নব নির্বাচিত দায়িত্বশীলদের শুভেচ্ছা অভিনন্দন জানান বিএনপি, জেএসডি, গণঅধিকার পরিষদ, ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ, রামগতি প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।