৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ রাত ১২:২০ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতিতে খাদ্যবান্ধবের চাল না পাওয়ায় দূর্ভোগে বিশ হাজার হতদরিদ্র

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২১, ২০২৪ ১১:৩০ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে খাদ্য বান্ধব কর্মসূচীর সেপ্টেম্বর-২৪ এর চাল ডিলারদের উত্তোলন করতে না দেয়ার বিপাকে পড়েছে বন্যা কবলিত দূর্যোগ আক্রান্ত দূর্গম উপকূলীয় এ এলাকার নিন্ম মধ্যবিত্ত শ্রেণীর প্রায় ২০ হাজার লোক।

একদিকে বানের পানি ও জলাবদ্ধতায় ডুবে আছে উপজেলার বেশীরভাগ এলাকা অন্যদিকে কোন ধরনের ফসল ক্ষেতে না থাকায় চরম খাদ্য সংকটে রয়েছে এলাকার নিন্ম মধ্যবিত্ত শ্রেণীর লোকজন। খাদ্য বান্ধবের চাল না পাওয়ায় আরো বিপাকে পড়ে মানুষ।

জানা যায়, খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ৩৯ জন নিযুক্ত ডিলার ১৫ টাকা কেজি দরে ১৯ হাজার ৫৮৩ জন সুফলভোগীদের মাঝে খাদ্যশস্য (চাল) বিতরণ করে আসলেও হঠাৎ অদৃশ্য কোন শক্তির চাপে খাদ্য বিভাগ কর্তৃক নিযুক্ত খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলারদের সেপ্টেম্বর-২৪ এর চাল উত্তোলন করতে দেয়া হচ্ছেনা। ডিলাররা অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে কাগজে অঙ্গীকার দিলেও তাদের দেয়া হচ্ছেনা চাল উত্তোলনের ডিও।

এতে সংক্ষুব্দ বেশ কয়েকজন ডিলার চাউল উত্তোলনের জন্য টাকা জমা নিয়ে ডিও প্রদানের জন্য তাগাদা দিলেও খাদ্য বিভাগ থেকে কোন সদুত্তর না দেয়ায় তারা খাদ্য বান্ধব কর্মসূচীর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেন।

অভিযোগে উল্লেখ করেন, তারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচীর নিয়োগ প্রাপ্ত ডিলার। সরকারী নিয়ম অনুযায়ী সেপ্টেম্বর-২৪ মাসের বরাদ্দকৃত চাউলের চালান জমা দেয়ার জন্য উপজেলা খাদ্য অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে চালান জমা করতে চাইলে অজ্ঞাত কারণে ডিলারদের চাল উত্তোলন করার অনুমতি মেলেনি।

অভিযোগে তারা চালান জমা করে চাল বিতরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানায়।
চরবাদাম ইউনিয়নের ডিলার আবদুজ জাহের সহ অনেকে জানান, আমরা খাদ্য বান্ধবের বৈধ ডিলার। কি কারণে আমাদের চালান জমা নিয়ে চাল উত্তোলনের সুযোগ দেয়া হচ্ছেনা তা বুঝে উঠতে পারছিনা।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মাহফুজুর রহমান জানান, গোটা জেলায় ডিও দেয়া বন্ধ। উর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি দিলে অবশ্যই চাল দেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন জানান, বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা