মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির চর বাদাম ইউনিয়ন যুবলীগের নতুন কমিটি অনুমোদন দেয়ায় বিশাল বর্নাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ সেপ্টেম্বর) বিকালে চর সীতা জমিদার হাট বাজারে ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ঢোল, সহরত, লাঠি খেলা সহ বিশাল বর্নাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিম, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ডা. আবদুল কাদের, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইব্রাহিম, ইউপি সদস্যবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা।
উল্লেখ্য যে, মঙ্গলবার (১৮অক্টোবর) উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলাল ও যুগ্ন আহবায়ক শাহ্ মো. রাকিব তৃণমূলের সিদ্ধান্তের ভিত্তিতে আবদুর রহিম পাঞ্চাত কে সভাপতি ও মাইন উদ্দিন ভূইয়াকে সাধারণ সম্পাদক ও রিয়াজ উদ্দিন ভূইয়াকে যুগ্ন সাধারণ সম্পাদক করে ১০ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করে।
অনুমোদিত কমিটির সভাপতি আবদুর রহিম পাঞ্চাত বলেন, দলের নিবেদিত হয়ে কাজ করায় দলের কাউন্সিলররা আমাকে সভাপতি ও মাইন উদ্দিন ভূইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে। এ জন্য সকলের কাছে কৃতজ্ঞ। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আন্দোলন সংগ্রামে সর্বদা অটুট থাকবো ইনশাল্লাহ।
এ বিষয়ে উপজেলা যুগ্ন আহবায়ক শাহ্ মো. রাকিব জানান, সাংগঠনিক গতিশীলতা আনয়নের জন্য তৃণমূলের কাউন্সিলরদের মতামতের মাধ্যমে সর্ব সম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।
অনুমোদিত কমিটিকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ফুলেল শুভেচ্ছা জানায়।