৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ রাত ৯:৪৯ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

রামগতিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২, ২০২৪ ৫:৪৩ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: “ ভরবো মাছে পুরো দেশ-স্মার্ট হবে বাংলাদেশ ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের সাথে লক্ষ্মীপুরের রামগতিতে (৩০ জুলাই থেকে ৫ আগষ্ট) মতবিনিময় সভা, বর্ণাঢ্য র‌্যালী, মৎস্য অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে বুধবার সকালে একটি বর্ণ্যাঢ্য র‌্যালী উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদের পুকুরে মৎস্য অবমুক্ত করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মীর মর্জিনা বেগম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, চর আবদুল্যাহ ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মঞ্জুর, কোষ্টগার্ড সিসি, মৎস্য চাষী ও উদ্যেক্তা বেলাল হোসেন। বক্তব্য রাখেন মৎস্যজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ ।
স্বাগত বক্তব্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নানান কর্মসূচী গ্রহন করা হয়েছে। তার মধ্যে রয়েছে মৎস্যজীবি র‌্যালী, সরকারী জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা, আলোচনা সভা, বিভিন্ন ক্যাটাগরিতে সেরা তিন জন মৎস্য চাষীকে পুরস্কার প্রদান, জেলেদের সচেতনতামূলক সভা, নিরাপদ মাছ চাষ বিষয়ে অবহিতকরণ, মোবাইল কোর্ট পরিচালনা, নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা।

এ সময় তিনি আরো বলেন, উপজেলায় ১৫০০.৪৪ হে: আয়তনের মোট ১৬২৭৮টি পুকুরে ৫৯৯৮মে:ট:, ৫২০০হে: আয়তনের মেঘনা ও ভুলুয়া নদীতে মোট মাছ উৎপাদন ৯৩৯ মে:টন। ১২৩হে: আয়তনের ১৬টি খালে ৬ মে:টন মাছ উৎপাদিত হয়। এছাড়া এ উপজেলায় মাছের মোট উৎপাদন ১৭২২ মে:টন, মাছের চাহিদা রয়েছে ৬১১ মে:টন আর উদ্ধৃত্ত ১১১১০মে:টন মাছ। উপজেলায় মোট মৎস্যজীবি রয়েছে ২০,৭০০জন, নিবন্ধিত নৌযান ৮৫০টি, নার্সারীর সংখ্যা ১৬টি তাতে উৎপাদিত পোনার পরিমান ৯৬ লক্ষ, বরফ কল রয়েছে প্রায় ১৭টি, মাছের খাদ্য বিক্রেতা রয়েছে ১৯টি দোকান, মৎস্য আড়ৎ ০৭টি, মাছ ঘাট ৯টি, মৎস্য অবতরণ কেন্দ্র ১টি।

মা ইলিশ রক্ষা, জাটকা নিধন রোধ, ৬৫ দিন সমুদ্রে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে, খালের প্রতিবন্ধকতা নিষ্কাষণ, নিষিদ্ধ জাল আটক সহ নানান সময়ে মৎস্য আইন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ বছর পরিচালিত অন্যান্য অভিযানে বেশ কয়েকটি পাইজাল, লোতা জাল ও বেহুন্দি জাল আটক করা হয়।

এছাড়া ফি বছর মা ইলিশ রক্ষা, জাটকা সুরক্ষা, সাগরে মাছ ধরা বিরত থাকার সময়ে সরকার এ উপজেলার জেলেদের মাঝে ৪০০০.৩২মে:টন ভিজিএফের চাল বিতরন করে থাকে।

বর্তমানে জেলেদের জীবনমান টেকসই ভাবে উন্নয়নে দ্বীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে এসডিএফ নামের উন্নয়ন সহযোগী সংস্থা।
এর আগের দিন জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক ও সুধিজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর উপজেলা