৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রাত ১২:৫৬ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর
  3. কিশোরগঞ্জ
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম
  7. জাতীয়
  8. তথ্য-প্রযুক্তি
  9. নারী ও শিশু
  10. নোয়াখালি
  11. ফেনী
  12. বিনোদন
  13. ভোলা জেলা
  14. ময়মনসিংহ
  15. রাজনীতি

সুবর্ণচরে জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ২৬, ২০২৩ ১১:১৬ অপরাহ্ণ

খন্দকার দিদারুল আলম, সুবর্নচর (নোয়াখালী) প্রতিনিধি: ” নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর সুবর্ণচরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী আব্দুল হালিম চৌধুরী এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. খোরশেদ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ড. ফখরুল ইসলাম, নোয়াখালী জেলা আওয়ামী লীগ সদস্য ডাক্তার আব্দুর রব, চরজব্বার থানার (এসআই) নুর হোসেন, এস আই মাহমুদুল হক, মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার মো. জাহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোবারক হোসেন প্রমূখ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিগণ, মৎস্য সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক সহ অন্যান্যরা।

র‍্যালি ও আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন সম্পন্ন করে উপজেলা পুকুরে মাছ অবমুক্ত করা হয়। পরে জনবহুল স্থানে মাছ চাষ ভিত্তিক সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের মধ্যে ১ নাম্বারে রয়েছে, বিলুপ্ত দেশীয় মাছ চাষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। কার্প মাছ, তেলাপিয়াসহ নানা জাতের মাছ এখন সর্বোচ্ছ চাষ হচ্ছে এবং মানুষের চাহিদা শতভাগ পূরণ হচ্ছে।

Please follow and like us:
error0
Tweet 20
fb-share-icon20

সর্বশেষ - কমলনগর