মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যে লক্ষ্মীপুরের রামগতিতে যুব র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২২।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১নভেম্বর) সকালে এ উপলক্ষে আয়োজিত র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক, উপজেলা আ’লীগ নেতা আরিফ চৌধুরী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আফসারুল হাসান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত উপজেলার সেরা যুব উদ্যোক্তাদের হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেয়া হয়। এছাড়া কয়েকজন যুব উদ্যোক্তার মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।