রামগতিতে নির্মানাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা পরিষদের নির্মানাধীন ৫তলা ভবন থেকে পড়ে মফিজল হক (৬৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদের নির্মানাধীন ৫তলা ভবনে এ ঘটনা ঘটে।
জানা যায়, নব নির্মিত উপজেলা পরিষদ ভবনের বিল্ডিংয়ের ভিতরের ইটের টুকরাগুলো টুকরিতে ভরে নীচে ফেলার কাজ করছিলেন তিনি। বিকাল অনুমান ৪টার দিকে টুকরিতে করে ইটের টুকরা ফেলার সময় অসাবধানতাবশত হঠাৎ করে তিনি নীচে পড়ে যান। সঙ্গীয় কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সের ৩১ শয্যা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মফিজল হক পৌর ৭নং ওয়ার্ডের উপজেলা পরিষদ সংলগ্ন দুধা বাড়ীর সৈয়দ আহাম্মদের ছেলে।
Please follow and like us: