মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: যে কোন দুর্যোগে মানুষের সেবায় সদা তৎপর থাকে যারা তারা হলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর (সিপিপি) স্বেচ্ছাসেবকরা। দুর্যোগে কাজ করতে গিয়ে তাদের ব্যবহার করতে হয় সাংকেতিক পতাকা, ম্যাগাফোন সহ নানান ধরনের উদ্ধার ও সেবা দেয়ার মত যন্ত্রপাতি।
“দুর্যোগের পূর্বাভাস প্রস্ততি-বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সিপিপি স্বেচ্ছাসেবকদের মাঝে গিয়ার ও সাংকেতিক যন্ত্রপাতি বিতরণ ও পরিষদ প্রাঙ্গণে একটি সাংকেতিক পতাকা দন্ড স্থাপন করা হয়েছে।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী-সিপিপি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও ত্রাণ মন্ত্রনালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন পিআইও মো. রুহুল আমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন, পরিসংখ্যাণ কর্মকর্তা ইত্তেহাদুল ইসলাম, সিপিপি উপজেলা টিম লিডার মাঈন উদ্দিন খোকন, সিপিপি ভলান্টিয়ার মুহাম্মদ নিজাম উদ্দিন, মো. আজম, টিপু প্রমূখ।
প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংকেতিক সিগন্যাল পতাকা উত্তোলনের জন্য একটি পতাকা দন্ড স্থাপনের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে হলরুমে সিপিপি স্বেচ্ছাসেবকদের মাঝে গিয়ার ও সাংকেতিক যন্ত্রপাতি বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেন বলেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এ বার্তাকে ধারন করে যে কোন দুর্যোগে অত্যন্ত তৎপর থাকে সিপিপি স্বেচ্ছােেসবকরা। তারা তাদের জীবনের তোয়াক্কা না করে সম্পূর্ণ অবৈতনিক ভাবে যে কোন ধরনের পারিশ্রমিক ছাড়া অসীম সাহসিকার সহিত দুর্যোগ আক্রান্ত মানুষের পাশে দাঁড়ায়। দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তিতে তারা প্রশংসনীয় ভূমিকা পালন করে।