মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক দূর্ঘটনায় মারুফ ভুইয়া নামের মুজিববাদী ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি নিহত হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সন্ধায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রামগতি সোনাপুর সড়কের হাজীগঞ্জ এলাকায় পিকাপ ভ্যানের সাথে ধাক্কা লেগে মারুপ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ভর্তি করে। পরবর্তিতে অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারুপ চর পোড়াগাছা ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুজিববাদী ছাত্রলীগের সভাপতি ছিলেন।
সে চর পোড়াগাছা ইউনিয়নের হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী জামালের ছোট ছেলে।
বুধবার সকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।