রামগতিতে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক দূর্ঘটনায় মো. মেহেদী (৬) নামের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে রামগতি সোনাপুর সড়কের আলেকজান্ডার ইউনিয়নের পাটওয়ারীগ তেমুহনী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, মেহেদী সেবাগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা পার হচ্ছিল এ সময় বিপরীত থেকে আসা একটি অটো রিকসা তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত মেহেদী এ এলাকার আবদুল খালেকের ছেলে। সে ঢাকা থেকে বেড়াতে এসেছে তার তার মামার বাড়ীতে। স্থানীয় স্কুল শিক্ষক আরমানের বোনের ছেলে মেহেদী।
Please follow and like us: