মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা শিল্পকলা একাডেমীর নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রাঙ্গণে নব নির্মিত ভবনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল হাসনাত খান, থানা ইন্সপেক্টর তদন্ত আমিনুর রসুল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, স্থানীয় সরকার প্রকৌশলী মুহাম্মদ সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. নাছির উদ্দিন, সমবায় কর্মকর্তা মুহাম্মদ ওমর ফারুক, প্রকল্প বাস্তবান কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, পল্লি সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক রাহিমা বেগম, একাডেমীক সুপারভাইজার মামুনুর রশীদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি উপস্থিত শিল্পি কলাকূশলীদের উদ্যেশ্যে বলেন, সৃজনশীল সংস্কৃতির চর্চা, প্রসার এবং প্রচারে আমরা বদ্ধপরিকর। সুস্থ্য সমাজ ব্যবস্থার অপরিহার্য অংশ শুদ্ধ সংস্কৃতির চর্চা। তাই আমাদের সকলকে শুদ্ধ সংস্কৃতিকে লালন করতে হবে।