মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে রাসেলস ভাইপার ভেবে অন্য প্রজাতির এক সাপকে পিটিয়ে মারলেন এক মাঝি। শুক্রবার (২৮জুন) সকালে উপজেলা মাতাব্বর হাট এলাকায় মেঘনার নদীর মধ্যে অবস্থিত মাঝের চরে সাপটিকে পিটিয়ে মারেন তিনি।
মাঝি মো. ইউছুফ জানান, তিনি মেঘনা নদীর মধ্যে অবস্থিত দ্বীপ মাঝের চর থেকে যাত্রী নিয়ে মাতাব্বর হাট এলাকায় আসার সময় হঠাৎ সাপটিকে দেখতে পান। তিনি এগিয়ে দেখেন, মোটা, লালচে, বাদামী রংয়ের একটি সাপ। তবে আকৃতি কিছুটা গুইসাপের মতো। তিনি ভাসমান অবস্থা লাঠি দিয়ে সাপটিকে আঘাত করেন। তার আঘাতে সাপটি মারা যায়।
উপজেলা বন কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, সাপটিকে মেরে ফেলা হয়েছে। সাপটি রাসেলস ভাইপার ছিল না। এটি অন্য কোনো প্রজাতির সাপ। তবে নামটি আপাতত বলতে পারছি না।