জুয়েল চৌধুরী, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার মেয়র ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে ষড়যন্ত্র আখ্যায়িত করে প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলের রায়পুর মুড়িহাটা থেকে রায়পুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রায়পুরে সর্বস্তর মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
এর আগে ২১ এপ্রিল লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (রায়পুর) এর আদালতে রায়পুর বাজারস্থ নবনির্মিত একতা টাওয়ারের এক মালিক মঞ্জুরুল আলম বাদী হয়ে পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন রুবেল ভাট সহ পৌরসভার কার্য সহকারী মহিউদ্দিন বিপু, সহকারী প্রকৌশলী মো. মাহমুদুন্নবী, মো. আবু তাহের সাগর ও ড্রাইভার মো. সবুজকে আসামি করে মামলা দায়ের করেন। তার আগে নির্মাণাধীন একতা টাওয়ার নামক ভবনের নকশা বহির্ভূত (বিল্ডিং কোড অনুযায়ী) বর্ধিত সিঁড়ির নির্মাণ করার অভিযোগে বাঁধা দেওয়ায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের আহত করার অভিযোগে কার্যসহকারী মো. মহিন উদ্দিন বিপু বাদী হয়ে গত ১২ মার্চ একই আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ভবনটির মালিক মঞ্জুরুল আলম, সৈয়দ আহম্মদ এবং তার ছেলে আমির হোসেনকে আসামি করা হয়। দু’টি মামলাই রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করতে আদালত নির্দেশনা দেন।
খোঁজ নিয়ে জানা যায়, পৌর শহরের থানা সড়কে ‘একতা টাওয়ার’ নামের একটি ভবন নির্মাণ করছেন মঞ্জুরুল আলম ও সৈয়দ আহম্মদ। প্রায় ২ বছর আগে রাস্তায় নির্মাণাধীন একতা ভবনের কাঁদা পানি ফেলা নিয়ে বিরোধের সূত্রপাত ঘটে। এরপর নকশা অনুযায়ী ভবন নির্মাণ করতে পৌরসভা থেকে কয়েকবার তাগাদা দেওয়া হয়। সর্বশেষ গত ৫ মার্চ ভবনের সিঁড়ির পার্শ্বস্থ বর্ধিত নির্মাণ কাজ করতে গেলে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা আইনানুযায়ী বাঁধা প্রদান করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে হট্টগোল হয়। এরপর মামলা, পাল্টা মামলায় শহরজুড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়েছে।
বিক্ষোভ মিছিল শেষে শহরের জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তানবির হায়দার চৌধুরী রিঙ্কু, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোসলেউদ্দিন মানিক, রায়পুর সরকারি কলেজের সাবেক জিএস পীরজাদা আরমান হোসেন, পৌর শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক রানা দেওয়ানজী প্রমুখ।
বক্তারা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে অন্যথায় আরো তীব্র আন্দোলনের হুশিয়ারী দেন।