১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৮:১২ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কমলনগর উপজেলা
  3. কিশোরগঞ্জ জেলা
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম জেলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. নেত্রকোনা জেলা
  10. নোয়াখালী জেলা
  11. ফরিদগঞ্জ
  12. ফেনী জেলা
  13. বিনোদন
  14. ভোলা জেলা
  15. ময়মনসিংহ জেলা

লক্ষ্মীপুরে সরকারি খাল দখলের মহোৎসব

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ৮, ২০২৫ ১২:৪২ পূর্বাহ্ণ

মো. নোমান হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষীপুর সদর উপজেলার মিয়ার বেড়ি ও ১৯নং তেওয়ারিগন্জ ইউনিয়নের তৈয়ব চৌধুরীর পুলের গোড়া বাজারে সরকারি খাল দখল করে গড়ে উঠেছে টিনের দোকান ঘর ও পাকা বিল্ডিং এ যেন এক দখলের মহোৎসবে পরিনত হয়েছে। কেউ আবার জোয়ার বাটার এ খালে বাদ দিয়ে করছেন নিজের ব্যক্তিগত চলাচলের রাস্তা। বলতে গেলে এক সময়ের খর স্রোতের খাল এখন প্রায় মৃত। স্থানীয় সাধারণ জনগণের সাথে কথা বলে জানা গেলো মিয়ার বেড়ির এ খালটি কয়েক হাজার হেক্টর জমিনের পানি নিস্কাসনের এক মাত্র খালটি এখন প্রভাবশালীদের দখলে।

তারা সরকারি এ খালটি নিজেদের পৈতিৃক সম্পত্তির মত করে ঘর, দোকানঘর, বাসাবাড়ি আবার প্রভাব খাটিয়ে কেউ গড়ে তুলছেন নিজের ব্যক্তিগত অফিস, বাঁধ নির্মাণ করে নিজের বাড়ির দরজা।

এ খাল এখন আর খালের মধ্যে নেই। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবি) যদি সময় থাকতে প্রদক্ষেপ না নেওয়া হয়। তাহলে মিয়ার বেড়ি, পুলের গোড়া, পুকুর দিয়ার এ খালটি এক সময় বিলুপ্ত হয়ে যাবে।

স্থানীয় কৃষক বলেন এ খাল প্রভাবশালীরা দখল করে বাঁধ নির্মান করার কারণে এখন একটু বৃষ্টি হলে শুরু হয় জলাবদ্ধতা। কৃষকের ফসলের খুব ক্ষতি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন যখন যে আসে তখন তারা দখল করে। প্রশাসন এ ব্যাপারে নিরব ভূমিকায় থাকে। প্রতি বর্ষায় জলাবদ্ধতা নিরসনের জন্য ইউপি চেয়ারম্যানকে জানানো হলেও চেয়ারম্যান কোন ভূমিকা বা পদক্ষেপ নেয় না। তাই আমরা সব সময় জলাবদ্ধতায় ভূক্তভুগী।

এমতবস্থায় লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবি) সহ সকল প্রশাসনের কাছে আমাদের দাবি প্রভাবশালাদের হাত থেকে এ কয়েকটি খাল সহ বাকি যে সব যায়গা এমন সরকারি খাল দখলে আছে সব দখল মুক্ত করে বর্ষায় জলাবদ্ধতা নিরসন করা।

সর্বশেষ - কমলনগর উপজেলা